র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

‘বন্দুকযুদ্ধে

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।শাফায়েত জামিলের ভাষ্য, আজ ভোরে ফেনী সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাবের তল্লাশি চৌকি বসে। এ সময় দুই মোটরসাইকেল আরোহীকে থামতে বলে র‍্যাব। তাঁরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। র‍্যাবও সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এ সময় দুজন গুলিবিদ্ধ হন।নিহত দুজনের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফেনী সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে। র‍্যাবের ভাষ্য, নিহত দুই ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁরা মোটরসাইকেলে করে ইয়াবা বড়ি বহন করছিলেন।

নিহত দুজন হলেন মো. মামুন মোর্শেদ (৩৫) ও আল আমিন (২৫)। তাঁদের ঠিকানা ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।র‍্যাবের দাবি, ঘটনাস্থল থেকে একটি বিদেশ পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলের তেলের ট্যাংকার থেকে ২৪ হাজার ৭০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

 

Post a Comment

Previous Post Next Post