চেক জালিয়াতি মামলায় মিরপুরের সাবেক পৌর মেয়র ফারুক চৌধুরীর ৬ মাসের কারাদন্ড

পৌর মেয়র

কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ : কুষ্টিয়ায় চেক জালিয়াতি মামলায় সাবেক পৌর মেয়র সাইফুল হক খান ফারুক চেনধুরী (৬০) কে ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার বেলা ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা ও জজ ২য় আদালত এর বিচারক মোঃ আসাদুল্লাহ এ রায় দেন। দন্ডপ্রাপ্ত ফারুক চৌধুরী মিরপুর পৌরসভার দুই মেয়াদে নির্বাচিত সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। ১৯৯৯ সালে মিরপুর পৌরসভা ঘোষনা হলে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন পরবর্তীতে ২০০৪ সালে পৌরসভার মেয়র নির্বাচনে অংশ গ্রহন করে তিনি নির্বাচিত হন। পরবর্তীতে বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা হলে তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়। এরপর তার মেয়াদ পর্যন্ত প্যানেল চেয়ারম্যান তার দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মানবেতর জীবন যাপন করছেন।
আদালত সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের কাদেরপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে সিরাজুল ইসলামের দায়ের করা ১৩ লাখ ৭০ হাজার টাকার চেক প্রতারনা মামলায় শুনানী শেষে বিচারক আসামীর অনুউপসি’তিতে এই কারাদন্ডাদেশ প্রদান করেন। ফারুক চৌধুরী মিরপুর উপজেলার হরিতলা গ্রামের মৃত সিরাজুল হক খান চৌধুরীর ছেলে।

 

Post a Comment

Previous Post Next Post