আমিরুল ইসলাম অল্ডাম: গাংনীতে অপহৃত স্কুল ছাত্রী ফারজানা আক্তার বিথি (১৩)কে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বাওট বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। গত শনিবার ৩০ জুন ফারজানা আক্তার বিথিকে অপহরন করা হয়। ফারজানা আক্তার বিথি উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে ও মটমুড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। মামলার তদন্তকারী কর্মকর্তা স্বপন কুমার জানান, ফারজানা আক্তার বিথিকে গত ৩০ জুন শনিবার অপহরন করা হয় এমন অভিযোগে তার পিতা বাদী হয়ে হোগলবাড়িয়া গ্রামের কিরন হোসেনের ছেলে ও মটমুড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সজিব হোসেন(১৪) ও নানা মামা সহ ৪ জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং ০১ তাং ০১-০৭-১৮ ইং। মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ফারজানা আক্তার বিথিকে বাওট বাজার থেকে উদ্ধার করে আদালতে নেয়া হয়। আদালত ফারজানা আক্তার বিথিকে ডাক্তারী পরীক্ষা শেষে তার পিতার জিম্মায় ছেড়ে দেয়ার নির্দেশ দেয়।স্থানীয়রা জানায়,সজিব হোসেনের বাড়ি হোগলবাড়িয়া গ্রামে হলেও তার নানার বাড়ি পুরাতন মটমুড়া গ্রামে থেকে পড়াশুনা করতো। ফারজানা আক্তার বিথি ও সজিব হোসেনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এ প্রেমের সম্পর্কের জেরে দুজন অজানার উদ্দ্যেশ্যে পাড়ি জমায় বলে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে।