আটক ফেরদৌস ।
মেহের আমজাদ :গত (০৬-০৭-১৮) মেহেরপুর ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবাসহ ফেরদৌস নামের এক ব্যাক্তিকে আটক করেছে। আটক ফেরদৌস মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের আব্দুল কুদ্দুস এর ছেলে। গতকাল শুক্রবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গতকাল শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই মেজবাহর দারাইনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার বিলকোলা গ্রাম থেকে ১০পিচ ইয়াবাসহ ফেরদৌসকে আটক করে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।