গাংনীতে প্রতিপক্ষের আগুনে মুক্তিযোদ্ধার ঘর পুড়ে ছাই

আগুনে Burn Pic-1

আমিরুল ইসলাম অল্ডাম:  গাংনী পৌরসভার চৌগাছা গ্রামে প্রতিপক্ষের দেয়া আগুনে বীর মুক্তিযোদ্ধার ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
চৌগাছা বড় মসজিদ পাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবুবকরের টিনের ছাউনি দেয়া ঘরে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় অগ্নিকান্ডের সৃষ্টি হয়। এ অগ্নিকান্ডে অল্প সময়ের মধ্যে পুরো ঘর পুড়ে ছাই হয়েছে।খবর পেয়ে সাথে সাথে গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার ঘটনাস’ল পরিদর্শন করে ছেন এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনগত ব্যবস’া নেয়ার আশ্বাস দিয়েছেন।পরে অভিযুক্তদের বাড়ীতে পুলিশ টিম গেলে তাদের কাউকে বাড়ীতে পাওয়া যায়নি।

 

আগুনে

মুক্তিযোদ্ধা আবু বকর জানান, আমরা রাতে শুয়ে পড়ি। হঠাৎ প্রতিবেশীদের হৈ চৈ ও আগুনে পুড়ার গন্ধ পেয়ে ঘুম ভেঙ্গে যায়। উঠে দেখি নিমেষেই আমার টিনের বেড়া ও ছাউনি দেয়া ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।মুক্তিযোদ্ধা আরও জানায় ,আমার নিকটাত্মীয় ভাগ্নে বুদু ও তহমিনাসহ আরও অনেকে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘরে আগুন দিয়েছে বলে ধারনা করছি।
আজ মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা আবুবকর গাংনী থানায় অভিযুক্তদের নামে ঘর পুড়িয়ে দেয়ার মামলার প্রস’তি নিয়েছে বলে জানা গেছে।

 

Post a Comment

Previous Post Next Post