মেহের আমজাদ : গত কাল (১০-০৬-১৮) মেহেরপুরে হোরোইন রাখার অপরাধে আশরাফুল ইসলাম ওরপে টিপু নামের এক ব্যাক্তিকে ২ বছর কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারদন্ড দিয়েছে আদালত।
গতকাল রবিবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম ওই রায় দেন। দন্ডিত আশরাফুল ইসলাম গাংনী পূর্ব মালসাদাহ গ্রামের আওলাদ হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এস আই নাসির উদ্দীনের নেতৃত্বে পুলিশ গাংনী বাসস্ট্যান্ড এলাকা থেকে আশরাফুল ইসলামকে ২ গ্রাম হেরোইন সহ আটক করে। আশরাফুলকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর টেবিলের ক্রমিক ১(ক) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার সেশন কেস নং-১২৭/১৬। জিআর কেস নং-২০/১৬। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৭ জন তাদের স্বাক্ষি প্রদান করেন। এতে আসামী দোষী প্রমানিত হওয়ায় আদালত তাকে ২ বছরের কারাদন্ড ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
এ মামলা পরিচালনা করেন রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদুল হক এবং আসামী পক্ষে আতাউল হক।