মেহেরপুর ডিবি’র অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী তমিরুল আটক

ডিবি

আটক মাদক ব্যবসায়ী তমিরুল ইসলাম।

কৌশিক আহমেদ শিমুল, মেহেরপুর ঃ মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী তমিরুল ইসলাম (২০) নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাহুর দারাইন এ অভিযানের নেতৃত্ব দেন। আটক তমিরুল ইসলাম গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের রহিতুল্লাহর ছেলে।
এসআই মেসবাহুর দারাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার আকুবপুর গ্রামে একটি দোকানের কাছে অভিযান চালিয়ে তাকে আট করা হয়। তার কাছে থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার সাথে এএসআই জসিম উদ্দিন, মাহাতাব উদ্দিন, ইব্রাহিম, কনস্টেবল লোকমান হোসেন, সাইফুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপসি’ত ছিলেন।

 

Post a Comment

Previous Post Next Post