মেহেরপুরে ডাকাত দলের দু’পক্ষের গুলাগুলিতে ডাকাত সর্দার খাদেমুল নিহত

dakat

কৌশিক আহমেদ শিমুল,   (২৫/০৪/২০১৮): মেহেরপুর শহরের ব্র্যাক অফিসের পাশের রাস্তায় ডাকাত দলের দু’পক্ষের গুলাগুলিতে ডাকাত সর্দার খাদেমুল (২৮)

dakat5

নিহত হয়েছে। আজ বুধবার ভোরে এ গুলাগুলির ঘটনা ঘটে। সে শহরের শিশু বাগান পাড়ার রেজাউল হকের ছেলে। তার নামে মেহেরপুর থানায় ডাকাতি, হত্যা সহ একাধীক মামলা রয়েছে বলে জানান পুলিশ।

 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ভোরের দিকে ব্র্যাক অফিসের সামনে ডাকাত দলের দু’পক্ষের মধ্যে গুলাগুলি শুরু হয়। খবর পেয়ে

ঘটনাস’লে যায় পুলিশের একটি দল। রাস্তায় পড়ে থাকতে দেখি গুলিবিদ্ধ খাদেমুলের লাশ। ঘটনাস’ল থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান সুটারগান, তিনটি হাতাবোমা ও

 

dakat3

দেশীয় অস্ত্র। সে পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। এর আগে মেহেরপুর-চুয়াডাঙ্গা

ডাকাত

সড়কের পাশে একাধীক ডাকাতি, ডাকাতিকালে এক রং মিস্ত্রীকে গুলি করাসহ কয়েকটি হত্যা মামলার আসামী সে।

 

Post a Comment

Previous Post Next Post