কোন জ্বালানি নয়, পানিতে চলে

bik

মোটর বাইক পেট্রোল, ডিজেল বা ব্যাটারি চালিত হয়। পানি দিয়েও বাইক চলে। প্রথমে শুনে কেউ বিশ্বাস করবে বলে মনে হয় না। এমনই অবিশ্বাস্য এক বাইক আবিস্কার করেছেন ব্রাজিলের পাবলিক অফিসার রিকার্দো আজাভেদো। যা পানি দিয়ে চলে। যার মাইলেজেরে কথা শুনলে যে কারও মাথা ঘুরে যেতে পারে। ১ লিটার পানি দিয়ে ৫০০ কিমি যাওয়া যায় এই বাইকে। এখানে কোন বিশেষ ধরনের পানির প্রয়োজন নেই। যে কোন সাধারন পানি হলেই হবে। জানা গেছে, এর ইঞ্জিন গঠিত প্রধানত দু’টি অংশ নিয়ে- ওয়াটার ট্যাঙ্ক, অপরটি ব্যাটারি। ব্যাটারির ইলেকট্রিসিটি জলের হাইড্রোজেন মলিকিউলগুলিকে বিশ্লিষ্ট করে দেয়। তারপর একটি পাইপের মাধ্যমে সেই হাইড্রোজেন প্রবাহিত হয় ইঞ্জিনে। এই হাইড্রোজেনই বাইককে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী শক্তি উৎপাদন করে। রিকার্দোর তৈরি করা এই বাইক সব দিক থেকেই পরিবেশবান্ধব।

Post a Comment

Previous Post Next Post