কুষ্টিয়ায় পরীক্ষা কেন্দ্রে জোর পূর্বক ঢোকার দায়ে আ’লীগ নেতার কারাদন্ড

Kushtia Ruhul Alom

কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ  : কুষ্টিয়ায় জেএসসি পরীক্ষা চলাকালীন সময়ে জোর পূর্বক কেন্দ্রে ঢোকার দায়ে রুহুল আলম বিশ্বাস নামের এক আওয়ামীলীগ নেতাকে ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রুহুল আলম বিশ্বাস মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার সকাল ১১ দিকে মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে থেকে তাকে আটক করে ভ্রাম্যামান আদালতে এ কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আজিজুল হক জানান, সকালে পরীক্ষা চলাকালিন সময়ে রুহুল আলমের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় পুলিশ বাধা দেয়। পরে রুহুল আলম বিশ্বাসকে আটক করে ভ্রাম্যমান আদালতে নিয়ে যাওয়া হয়।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্র্যাম্যমান আদালতের বিচারক এসএম জামাল আহমেদ জানান, “পাবলিক পরীক্ষা সমূহ আইন ১৯৮০” তে পরীক্ষা কেন্দ্রে গোলযোগ সৃষ্টির অপরাধে রুহুল আলম বিশ্বাসকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

 

Post a Comment

Previous Post Next Post