মেহেরপুরে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

meherpur pic-1

 প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ ।
স্টাফরিপোটার (৭-১১-২০১৭) : স্থানীয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন শিল্প সহায়ক কেন্দ্র (বিসিক)-এর উদ্যোগে ৭ থেকে ৯ নভেম্বর তিন দিন ব্যাপি “শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স” মেহেরপুর বিসিক অফিসের প্রশিক্ষণ কক্ষে শুরু হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংকের মেহেরপুর শাখা ব্যবস’াপক আব্দুল আজিজ প্রধান অতিথি হিসাবে উপসি’ত থেকে ওই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। বিসিকের উপ-ব্যবস’াপক রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপসি’ত ছিলেন দৈনিক সংবাদের মেহেরপুর প্রতিনিধি ও মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম এবং নাসিবের সভাপতি নাইমুর রহমান। মেহেরপুরের বিসিক শিল্পনগরী কর্মকর্তা শামসুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন নাসিব সভাপতি নাঈমুর রহমান। প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করবেন মেহেরপুর যুব উন্নয়ন অফিসের উপ-পরিচালক ফিরোজ আহম্মদ,বিসিক আঞ্চলিক অফিস,খুলনার নির্বাহী প্রকৌশলী সাদাকুল বারী, মেহেরপুর কর্মসংস’ান ব্যাংকের ম্যানেজার জাকির হোসেন, মেহেরপুর বিটিসিএল এর সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান এবং এসএমসিআইএফ সম্প্রসারণ কর্মকর্তা আহম্মদ আলী। প্রশিক্ষণ কোর্সে ৫০জন পুরুষ ও মহিলা উদ্যোক্তা অংশ গ্রহণ করেন।

Post a Comment

Previous Post Next Post