স্টাফরিপোটার : মেহেরপুরের গাংনী সিমান্তে ১২ কেজি গাঁজা সহ ইসমাইল হোসেন (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আজ বৃহস্পতিবার গাংনী উপজেলার রংমহল সিমান্তে গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে রংমহল বিজিবি ক্যাম্প। ইসমাইল হোসেন মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের নজর শেখের ছেলে। রংমহল বিজিবি ক্যম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস শিকদার জানান,আন্তজার্তিক সিমান্তের ১৩৭/৩ এস পিলারের পাশ দিয়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ইসমাইল হোসেন নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হলেও তার আরো ৪ সহযোগী পালিয়ে গেছে। পরে একটি বস্তায় থাকা ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা সহ ইসমাইল হোসেনের নামের মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান,মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেনকে আদালতে প্রেরন করা হয়েছে।
মোঃআবু লায়েছ লাবলু