কুষ্টিয়ার মিরপুরে তিন জেলের কারাদন্ড

____ _______ ____ _ _____ _________

কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ :কুষ্টিয়ার মিরপুরে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩ হাজার মিটার কারেন্ট জালসহ তিন জেলেকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ’র নেতৃত্বে তালবাড়ীয়া পদ্মা নদীতে এ অভিযান পরিচালিত হয়। এ সময়ে ভ্রাম্যমান আদালত ৩ হাজার মিটার কারেন্ট জালসহ তালবাড়ীয়া গ্রামের জালাল মন্ডলের ছেলে শামীম (৩০), মৃত কানু মন্ডলের ছেলে রম্নবেল মন্ডল (২৫) ও মৃত কাদের মন্ডলের ছেলে নাসির মন্ডলকে (১৮) আটক করেন। পরে জব্দকৃত জাল উপজেলা চত্বরে আগুন দিয়ে ধ্বংস করা হয়। এছাড়াও সরকারী আইন অমান্য করে মাছ শিকারের অপরাধে দন্ডবিধির ১৮৮ ধারায় আটককৃতদের প্রত্যেকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ম্যাজিষ্ট্রেট। এ সময়ে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আব্দুল হান্নান, মিরপুর থানার এসআই এমদাদুল হক উপসি’ত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post