: নিহত শহীদুল ইসলাম হক
মন্ডল ও সর্দার গ্রুপের আহত কয়েকজন
কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ : কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিসত্মারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শহীদুল ইসলাম হক (৫০) নামে একজন নিহত ও উভয় পক্ষের অনত্মত ৩০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স’ানীয়রা জানায়, ওই গ্রামে গত ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে স’ানীয় মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। স’ানীয় সর্দার গ্রুপের নেতৃত্ব দেন ছাতিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জসীম উদ্দিন মন্ডল ও মন্ডল গ্রুপের নেতৃত্বে দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাছের আলী মেম্বার।
পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার সকালে স’ানীয় একটি পুকুরের দখল নিয়ে মন্ডল গ্রুপের হাসেম মোহরীর সঙ্গে সর্দার গ্রুপের সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শহীদুল ইসলাম হক নামে সর্দার গ্রুপের একজন নিহত হয়। নিহত শহীদুল ইসলাম হকে কুশাবাড়ীয়া গ্রামের রহমত সর্দারের ছেলে।
আহতরা হলেন, সর্দার গ্রুপের রাহাত আলীর ছেলে সাহেব(৬০), মৃত রিফাজ উদ্দিনের ছেলে রবজেল এবং মন্ডল গ্রুপের খালেকের ছেলে নুর ইসলাম(৩৫), আবুল হোসেনের ছেলে জিনারম্নল(৪০), আশরাফুল হকের ছেলে সোহেল রানা(১৬), দিনুর ছেলে হারম্নন(৪০), দাদালীর ছেলে আকরাম(৩০), জালালের ছেলে দবু(৪৫) ও জিয়ারতের ছেলে চমক(১২)সহ উভয় গ্রম্নপের প্রায় ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে সর্দার গ্রুপের রবজেল এর অবস’া আশংকাজনক।
আহতরা মিরপুর উপজেলা স্বাস’্য কমপেস্নকস ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় পুলিশ ফুয়াদ নামের একজনকে আটক করেছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস’া বিরাজ করছে। লুটপাটের শংকায় অনেকেই মালামাল নিয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে বলে জানা গেছে। এর আগেও উভয় গ্রম্নপ বিভিন্ন সময়ে একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং মার্ডারের মত ঘটনাও ঘটেছে। হয়েছে ভাংচুর ও লুটপাট। দীর্ঘদিনের ক্রোন্দল মিটিয়ে বর্তমানে জোয়ার্দার ও সর্দার গ্রুপ এক হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদনত্ম) আজিজুর রহমান জানান,বর্তমানে পরিসি’তি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শরিফ মাহমুদ
কুষ্টিয়া
৬-১০-১৭