কুষ্টিয়ার মিরপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ

kushti mas
কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ :কুষ্টিয়ার মিরপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। তিন বিঘা জমি নিয়ে অবসি’ত এই পুকুরে বিভিন্ন প্রজাতির প্রায় ২০ মণ মাছ ছিল বলে জানা যায়। যার অনুমানিক মুল্য প্রায় এক লাখ টাকা। বৃহস্পতিবার ভোরে উপজেলার চিথলিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভুগী পুকুরের মালিক আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে পুকুরে কিছু মাছ মরে ভেসে থাকতে দেখা যায়। ভেসে থাকা মাছ উঠাতে গেলে পুকুরের তলায় বিপুল পরিমাণ মরা মাছ পাওয়া যায়।
তিনি আরো জানান, বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মারা হয়েছে। একটি বিষের বোতল এবং হাতমোজা পুকুরের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করছি পুর্ব শত্রুতার জেরে এলাকার কেউ এই কাজ করতে পারে। এবিষয়ে স’ানীয় থানায় অভিযোগ করা হবে বলে জানান ওই মাছ চাষী।
স’ানীয় চিথলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য কয়ের আলী বলেন, এখানে মাছ এমনিতে মরেনি। বিষ প্রয়োগে মাছগুলো মারা হয়েছে। পাশ্ববর্তী ধুবইল ইউনিয়ন পরিষদের সদস্য শাহ জামাল বরম্নন জানান, শত্রম্নতার কারণে কেউ পুকুরে বিষ দিয়ে ফেলে মাছগুলো মেরে দিয়েছে।

Post a Comment

Previous Post Next Post