পাইকগাছার আলোচিত মিনহাজ নদীর একক কতৃত্ব মৎস্যজীবী সমিতির

 

খুলনা ব্যুরো:  খুলনার পাইকগাছার পূর্বগজালিয়া মৎস্যজীবী সমবায় সমিতিকে আলোচিত মিনহাজ নদীর একক কতৃত্ব ও ভোগ দখলের নির্দেশনা দিয়েছেন স’ানীয় প্রশাসন। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এমন নির্দেশনা দেন ইউএনও মোঃ ফকরুল হাসান। তিনি বলেন, সরকারী নিয়ম অনুযায়ী মিনহাজ নদী পূর্বগজালিয়া মৎস্যজীবী সমবায় সমিতির অনুকূলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইজারা প্রদান করা হয়। পরবর্তীতে কতিপয় ব্যক্তিরা এর সাথে জড়িয়ে পড়ায় পক্ষ-বিপক্ষ, সংঘাত-সংঘর্ষের কারণে এলাকার আইন শৃংখলা পরিসি’তি অবনতির আশংকা দেখা দেয়। এতে প্রশাসনকে বিব্রতকর অবস’ায় পড়তে হয়। এখন থেকে মিনহাজ নদীর ভোগদখল সহ সকল কতৃত্ব ইজারা গ্রহীতা সমিতি বহন করবে। তৃতীয় কোন পক্ষের কোন হস-ক্ষেপ স’ানীয় প্রশাসন কোন বরদাস- করবে না উল্লেখ করে তিনি মিনহাজ নদী নিয়ে উদ্ভূত কোন পরিসি’তি সৃষ্টি না করার জন্য উভয় পক্ষের প্রতি নির্দেশনা প্রদান করেন। এ সময় প্রশাসনের এ নির্দেশনা বজায় রাখতে পুলিশ কঠোর অবস’ানে থাকবে বলে উল্লেখ করেন থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব। বৈঠকে অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, আব্দুর রব, এনামুল হক ও তাদের আইনজীবী এবং মৎস্যজীবী সমবায় সমিতির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, উপজেলার ২৫১ একর আয়তনের মিনহাজ নদী (বদ্ধজলমহল) নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে একাধিক দখল-পাল্টা দখল, সংঘাত-সংঘর্ষ, হামলা-মামলার ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় আইন শৃংখলা পরিসি’তির অবনতির আশংকা দেখা দিলে স’ানীয় প্রশাসন গত ৯ মে থেকে সংশ্লিষ্ট এলাকায় মাসের পর মাস ১৪৪ ধারা বলবৎ রাখেন।

 

 

 

Post a Comment

Previous Post Next Post