স্টাফরিপোটার : পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে নগরে চলছে নানা প্রস’তি। উৎসবের রঙ-কে আরো একটু চড়িয়ে দিতেই তরম্নণ-তরম্নণীসহ উৎসব প্রিয় মানুষ কিনছেন পোশাক-আশাক ও অন্যান্য অনুষঙ্গ। ক্রেতাদের চাহিদা ও রম্নচির কথা মাথায় রেখে আধুনিকতা ও ঐতিহ্যের মিশেলে হলুদ-কমলাসহ নানা রঙ ও ডিজাইনের বাহারি পোশাক নিয়ে এসেছে ফ্যাশন হাউসগুলো। জমে উঠেছে ফুলের ব্যবসাও।
বাসনত্মী সাজে ও ভালবাসা দিবসে ফুলের আবেদন চিরায়ত। বিশেষ এই দুই দিনে মেহেরপুরবাসীর নিকট রংবেরংয়ের বাহারি ফুল তুলে দিতে প্রস’ত ফুল ব্যবসায়ীরা।
বিক্রেতারা জানান, এই দিনগুলোতে গাদা, গোলাপসহ উজ্জ্বল রঙের ফুলের চাহিদা বেশি থাকে। বসনত্ম আর ভালোবাসা দিবসকে ঘিরে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। তাই ভালো বেচা-বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা।
প্রকৃতিতে ঋতুরাজ বসনেত্মর হাতছানি। বসনেত্মর রঙ, রূপ ও বৈচিত্রের ছোঁয়া পেতে অপেক্ষায় শহর ও গ্রাম্য জীবন। প্রকৃতির সাথে মিলে বিশেষ দিনে সব বয়সী মানুষও চায় নিজেকে সাজাতে। পলাশ-শিমুলের রাঙা দোলের সাথে থাকতে হয় বাহারি পোশাকও।