গাংনীতে সরকারীভাবে আভ্যনত্মরিন গম সংগ্রহ অভিযানে লক্ষমাত্রা অর্জিত

Wheat_Perces_Godown[1]Wheat_perces_pic-[1]
সিনিয়র স্টাফ রিপোর্টার, ঃ মেহেরপুরের গাংনী উপজেলা খাদ্য অফিসের উদ্যোগে অভ্যনত্মরীন গম সংগ্রহ অভিযান ২০১৬ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সরকারী নীতিমালা অনুযায়ী লক্ষ মাত্রা অর্জিত হয়েছে।্‌
২৭ এপ্রিল থেকে সরকারী নীতিমালা অনুযায়ী কৃষকদের নিকট থেকে ভর্তুকি কার্ড এবং ব্যাংক একাউন্টের মাধ্যমে বিল পরিশোধের মধ্য দিয়ে গম সংগ্রহ অভিযান শুরম্ন করা হয়।সুন্দর ও সুষ্ঠুভাবে গত ১১ জুন গম সংগ্রহ শেষ হয়।
চলতি গম ক্রয় অভিযানে গাংনী উপজলায় ২৫ শ ৭৭ মেট্রিক টন গম ক্রয়ের লড়্গ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। প্রতি মন গমের সরকারী ক্রয় মূল্য নির্ধারণ করা হয় ১১২০ টাকা অর্থ্যাৎ ২৮ টাকা কেজি দরে।

উলেখ্য,গম সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।
এসময় উপসি’ত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান, জেলা খাদ্য অফিসার আব্দুল ওয়াহেদ, গাংনী থানার ওসি আকরাম হোসেন, গাংনী খাদ্য পরিদর্শক আয়েশা খাতুন, গাংনী ওসিএলএসডি নজ ‍রুল ইসলাম।

Post a Comment

Previous Post Next Post