আইসিটি ট্রেনিং ও রিসোর্স সেন্টার উদ্বোধন

 

 

 

আইসিটি ট্রেনিং

মেহেরপুর প্রতিনিধিঃ

গাংনী উপজেলা পরিষদ চত্ত্বরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ব্যানবেইজ কর্তৃক নব নির্মিত উপজেলা ট্রেনিং ও রির্সোস সেন্টার ফর এডুকেশন ভবন উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার বেলা এগারটার দিকে উদ্বোধন ঘোষনা করেন।

প্রধানমন্ত্রীর নামাঙ্কিত ফলক উন্মোচন করেন গাংনী ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান ও জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র। উদ্বোধনী দিনে এ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশ গ্রহণে জেলা পর্যায়ে আইসিটি ট্রেনিং শুরু হয়েছে। অংশ নেন ৩০ জন শিক্ষক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, গাংনী থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন, বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ প্রধান শিক্ষকবৃন্দ।

পরে শুভ উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Post a Comment

Previous Post Next Post