আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত । রাত ১২.০১ টায় উপজেলা শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান ও প্রাথমিক শিক্ষা অফিসারসহ সরকারী কর্মকর্তাবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন। এর পরে মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে কমান্ডার মুন্তাজ আলী, পুলিশের পক্ষে গাংনী থানার ওসি আকরাম হোসেন ও এসআই শংকর, শহীদ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, গাংনী প্রেস ক্লাব সভাপতি রমজান আলী ও সম্পাদক তৌহিদ-উদ দৌলা রেজা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম ও জুলফিকার আলী কাননসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পার্ঘ অর্পণ করেন। অনুষ্ঠানে এক মিনিট নিরবতা ও শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এদিকে সকালে গাংনী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে পতাকা উত্তোলন শেষে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এমপি মকবুল হোসেন, সকাল ৯ টায় বিএনপি’র পক্ষ থেকে শহীদ মিনারে পূষ্পার্ঘ অর্পণ করেন সাবেক এমপি আমজাদ হোসেন। পরে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রুতিযোগিতা অনুষ্ঠিত হয়।