সৌদি আরবে শিলাবৃষ্টি

 


সৌদি আরবে  শিলাবৃষ্টি

kbdnews ডেস্ক : সৌদি আরবের কিছু  কিছু এলাকায় বিরল এক শিলাবৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বের হয়ে এ দৃশ্যের ভিডিও ধারণ করেছে। স্টর্ম সেন্টারে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, স্থানীয় এক বাসিন্দা বাইরে বের হয়ে শিলা সংগ্রহ করছেন । তিনি হাতে থাকা শিলাগুলো ক্যামেরায় দেখাতে থাকেন। এরপর তাঁর পেছন থেকে আরেক বাসিন্দাও তার হাতে থাকা শিলাগুলো দেখাতে থাকেন। স্টর্ম সেন্টারের আরেকটি ভিডিওতে দেখা গেছে, মরুভূমির বালু ছেয়ে গেছে ছোট ছোট শিলায়। মরু অঞ্চল হওয়ায় সৌদি আরবে বৃষ্টিপাতই খুব কম হয়। দেশটিতে এমন অঞ্চল অনেক রয়েছে, যেখানে বছরের পর বছর বৃষ্টিপাত হয় না বা হলেও খুব কম। তবে গত কয়েক দিন ধরে সৌদি আরবের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। ১০ এপ্রিল মক্কায় কয়েক ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া দপ্তর বলেছে, গত বৃহস্পতিবার হাত্তা (দুবাই) ও খাত্ততে ভারী বৃষ্টি হয়েছে। জনগণকে বিপর্যয়পূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়ে কমলা ও হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post