ডুমুরিয়ায় দর্শনার্থীদের নজর কাড়ছে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা

 


ডুমুরিয়ায় দর্শনার্থীদের নজর কাড়ছে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা


বিএম রাকিব হাসান, খুলনা প্রতিনিধি:
দর্শনার্থীদের নজর কাড়ছে ডুমুরিয়া স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। মেলায়  বিভিন্ন কৃষি পণ্য, বিভিন্ন বীজ দিয়ে তৈরি মানচিত্রসহ ফসল উৎপাদনের দৃশ্য সব বয়সী মানুষকে আকষ্ট করছে। এদিকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ মেলায় উপচে পড়া ভিড় হচ্ছে। স্কুল কলেজ ও প্রাথমিক শিশু কিশোর পড়ুয়া শিক্ষার্থীরা এ মেলায় উপস্থিত হয়ে নিজেদেরকে ভবিষ্যতে এ ধরণের কৃষি পণ্য উৎপাদনে সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানায়। মেলায় পেঁপে,লেবু,কলা সহ শতাধিক কৃষি পণ্য আনা হয়েছে। স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা দেখে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, মহিলা‌ মহাবিদ্যালয়, বালিকা  বিদ্যালয়ের শিক্ষার্থী মনিরা আক্তার বলেন, মেলাবিদ্যালয খুব ভাল লেগেছে। ডুমুরিয়া  কলেজের শিক্ষার্থী আব্দুস সবুর বলেন,ভবিষ্যতে সে এ ধরণের কৃষি পণ্য উৎপাদনে নিজেকে সম্পৃক্ত করার কথা জানায়।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়ালিদ‌ হোসেন , আরাফাত জামিল,এস এ পিপি পুরানজয়‌ মন্ডলসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে নিয়ে দৃষ্টিনন্দন ইস্মার্ট কৃষি মেলা সম্পূর্ণ করেছেন।

Post a Comment

Previous Post Next Post