আসন্ন রমজানে সরকারি, অফিস চলবে নতুন সময়সূচিতে

 

 


আসন্ন রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার। রমজানে প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।

সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে রোজার এ অফিসসূচি নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিপরিষদ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।তিনি জানান, জোহরের নামাজের জন্য বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পবিত্র রমজান মাসে নিজেদের বিধি অনুযায়ী চলবে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, রেলওয়ে, হাসপাতাল, শিল্প-কারখানা ও জরুরি সেবা সংশ্লিষ্ট অফিস। প্রতিবছরই রমজান মাসের জন্য অফিস সময় পুনর্নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত, বর্তমানে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের অফিসের নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

Post a Comment

Previous Post Next Post