Kbdnewsডেস্ক : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গুজরানওয়ালার একটি সন্ত্রাস বিরোধী আদালত এই পরোয়ানা জারি করেছেন। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রানা সানাউল্লাহর বিরুদ্ধে এ আদেশ দেন আদালত। বিচারপতি রানা জাহিদ জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
একাধিক জনসভায় রানা
সানাউল্লাহ দেশের বিচার বিভাগ ও সরকারি কর্মকর্তাদের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
সেই মামলার পর গতকাল গুজরানওয়ালা আদালত মামলাটি গ্রহণ করে। গুজরানওয়ালার সন্ত্রাস
বিরোধী আদালত গতকাল পুলিশের প্রতিবেদন খারিজ করে দিয়েছে।
রানা
সানাউল্লাহকে ৭ মার্চ আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। শুনানির
শুরুতে মন্ত্রীর নাম বাদ দিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে পুলিশ।
বিচারক অবশ্য প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছেন।