মেহেরপুরে গম ক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশের পরিচয় মিলেছে
আমিরুল ইসলাম অল্ডাম :মেহেরপুরে : মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মাঠের একটি গম ক্ষেত থেকে ২৬ বছর বয়সী উদ্ধারকৃত অজ্ঞাত নারীর লাশের পরিচয় মিলেছে।
ঐ নারীর নাম বুলুয়ারা খাতুন। সে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দী শহরের নিশিপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী।
সোমবার দিবাগত রাতে ঐ নারীর নিকট আত্মীয়রা লাশ সনাক্ত করে।স্থানীয়রা জানান, বুলুয়ারা খাতুনের স্বামী রফিকুল ইসলাম মারা গেছেন ৪ বছর আগে। বুলুয়ারার একটি মেয়ে সন্তান রয়েছে। স্বামী মারা যাওয়ার পর বুলুয়ারা কন্যা সন্তান ঘওে রেখে প্রেমের সম্পর্ক গড়ে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আহসান আলীর সাথে বিয়ে করেন। বুলুয়ারা আহসান আলীর দ্বিতীয় স্ত্রী হিসাবে সংসার করছিলেন।
সোমবার দুপুর আড়াইটার দিকে মহাজনপুর গ্রামের একটি ইটভাটার অদূরে গম ক্ষেতের পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করে মুজিবনগর থানা পুলিশের একটিদল।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রথমতঃ লাশ চেনা না গেলেও পরে ছবি দেখে তার আত্মীয়রা লাশ সনাক্ত করে। উদ্ধারকৃত অজ্ঞাত নারীর লাশের পরিচয় মিলেছে।লাশ ময়না তদন্ত শেষে তার বাবার নিকট দেয়া হয়েছে। পুলিশ হত্যাকারীদের গ্রেফতার করতে অভিযানে নেমেছে।