কোডিং ভুলের কারণে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের তিন ঘণ্টা পর তা স্থগিত

  


Kbdnews রিপোর্ট 

কোডিং ভুলের কারণে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের তিন ঘণ্টা পর তা স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ডিপিই থেকে ই-মেইলে সব ডিপিইওদের (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) ফল প্রকাশ না করার নির্দেশ দেয়। এর আগে দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।ডিপিইর নির্দেশনায় বলা হয়েছে, সংশোধিত ফলাফল কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অনুপ কুমার রায় গণমাধ্যমকে জানান, প্রাথমিক বৃত্তির ফলে কিছু ভুল হয়েছে। তা সংশোধনের কাজ শুরু হয়েছে।এর আগে দুপুর ১টায় ফল প্রকাশ করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ঘোষিত ফলে প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মাধ্যমে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। 

 

Post a Comment

Previous Post Next Post