মেহেরপুরে ১ম বিভাগ ভলিবল লীগে গাংনী পৌর ভলিবল দল সেমিফাইনালে

                   মেহেরপুরে ১ম বিভাগ ভলিবল লীগে গাংনী পৌর ভলিবল দল  সেমিফাইনালে

আমিরুল ইসলাম অল্ডাম  ঃ মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় প্রথম বিভাগ ভলিবল লীগে গাংনী পৌর ভলিবল দল মেহেরপুরের আশরাফপুর ভলিবল দলকে হারিয়ে ৪র্থ দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। 

রবিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ৪র্থ কোয়ার্টার ফাইনালের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় গাংনী পৌর ভলিবল দল ২৫-১১ এবং ২৫-০৯ সেটে আশরাফপুর ভলিবল দলকে  পরাজিত করে। খেলাটি মেহেরপুর ক্রীড়া সংস্থার রেফারী কামাল হোসেন টিটু ও আশিক পরিচালনা করেন। এসময় মেহেরপুর ১ম বিভাগ ভলিবল লীগের আহবায়ক আতর আলী, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের (জাতীয় দল) অবসরপ্রাপ্ত কোচ আফজাল হোসেন, বিশিষ্ট ক্রীড়াবিদ সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামসহ গাংনীর ভলিবল দলের সংগঠক ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।  




Post a Comment

Previous Post Next Post