অবশেষে ভারী ট্যাংকের সরবরাহের ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র।
জার্মানির মতো ইউক্রেনকে ৩১টি আব্রামস ট্যাঙ্ক সরবরাহ করবে আমেরিকা। এসব ট্যাংকের
সাহায্যে ইউক্রেন রাশিয়ার আগ্রাসন প্রতিহত করবে বলে আশা করা হচ্ছে। এক প্রতিবেদনে
এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।ইউক্রেনের
প্রেসিডেন্ট জেলেনেস্কি গত কয়েক মাস ধরে ভারী ট্যাঙ্কের জন্য পশ্চিমাদের প্রতি
অনুরোধ জানিয়ে আসছিল। একইসঙ্গে দুইটি দেশের ট্যাংক পাঠানেরা ঘোষণাকে স্বাগত জানিয়ে
জেলেনস্কি তাদেরকে দ্রুত সরবরাহের করার আহ্বান জানিয়েছেন।মার্কিন
প্রেসিডেন্ট জো বাইডেন ট্যাংক সরবরাহের ঘোষণা দিয়ে বলেছেন, এম ১ আব্রামসের পাঠানোর
লক্ষ্য হচ্ছে ‘ইউক্রেনকে ও ইউক্রেনের ভূখন্ড রক্ষা করতে সহায়তা করা। এটি রাশিয়ার
জন্য কোন আক্রমণাত্মক হুমকি নয়,’ যদিও প্রতিরক্ষা কর্মকর্তারা বারবার
ট্যাঙ্কগুলোকে ব্যবহারের উপযুক্ত নয় বলে উল্লেখ করেন।
জার্মান
ট্যাঙ্কের আব্রামসগুলো বিদ্যমান স্টক থেকে সরাসরি নেওয়ার পরিবর্তে ইউক্রেনের
সহায়তা তহবিল দিয়ে সংগ্রহ করা হবে। এর মানে হচ্ছে এসব ট্যাংক কয়েক মাসের মধ্যে
যুদ্ধক্ষেত্রে আসছে না।
অন্যান্য সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে সেগুলো নতুন কেনা বা অন্য দেশ থেকে এনে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এক মার্কিন কর্মকর্তা এএফপি’কে বলেছেন, ট্যাঙ্কগুলোর সরবরাহের ঘোষণা কীভাবে আসবে তা এখনও নির্ধারণ করা হয়নি।’