সংগৃহীত ছবি।
পৃথিবীর দিকে ধেয়ে আসছে আরেকটি গ্রহাণু । দ্রুত গতিশীল গ্রহাণুটি ১৫ ডিসেম্বর নীল গ্রহের পাশ দিয়ে যাবে। পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করার সময়, এটির দূরত্ব হবে ছয় লাখ ৮৬ হাজার কিমি, মহাজাগতিক দূরত্ব যা কানের পর্দার দূরত্ব নামে পরিচিত। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংগৃহীত ছবি।
আরেকটি
গ্রহাণু পৃথিবীর
দিকে ধেয়ে
আসছে। দ্রুত
গতিশীল গ্রহাণুটি
১৫ ডিসেম্বর
নীল গ্রহের
পাশ দিয়ে
যাবে। পৃথিবীর
পাশ দিয়ে
অতিক্রম করার
সময়, এটির
দূরত্ব হবে ছয় লাখ ৮৬ হাজার কিমি, মহাজাগতিক
দূরত্ব যা কানের পর্দার দূরত্ব
নামে পরিচিত।
ইন্ডিয়া টুডের
এক প্রতিবেদনে এ তথ্য
জানানো হয়।
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ৯ কোটি ৩০ লক্ষ মাইল। এই দূরত্বের ১.৩ গুণের মধ্যে যেকোনো গ্রহাণু বা মহাজাগতিক বস্তুকে পৃথিবীর কাছাকাছি বলে মনে করা হয়।
টেলিস্কোপে চোখ রাখলে ১৫ থেকে ১৭ ডিসেম্বর রাতের আকাশে এই গ্রহাণুটি দেখা যাবে। এটি ইউরোপের কিছু অংশ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত দৃশ্যমান হবে।