গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আমিরুল ইসলাম অল্ডাম  ঃ   গাংনীতে ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আলোচনা সভা অনুিষ্ঠত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

 আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এম,এ খালেক । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জননেতা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন,গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মুন্তাজ আলী,গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মারুফ আহম্মেদ, প্রমুখ।আলোচনার শুরুতেই শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নিরবতা পালন করা হয়। 

   মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আ,লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ,উপজেলা যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, সম্পাদক শফি কামাল পলাশ, যুবলীগের যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, ইয়াছিন রেজা, প্রভাষক নাসিরউদ্দীন । 

বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন ও জাতির সূর্যসন্তানদের  আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন।বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের শেষপ্রান্তে স্বাধীনতা বিরোধী রাজাকার, আল বদর, আল সামস-এর সহযোগিতায় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল ।সেই স্বাধীনতা বিরোধীচক্রের প্রেতাত্মারা আজও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদের প্রতিহত করতে হবে। 

এসময় অন্যান্যদের মধ্যে সরকারী কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,মুক্তিযোদ্ধা ,সাংবাদিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Post a Comment

Previous Post Next Post