মেহেরপুরে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক শিক্ষকদের ৬ দিনব্যাপী প্রশিক্ষণ

 


আমিরুল ইসলাম অল্ডাম : মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক জেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদেও ৬ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

 সোমবার সকালে মেহেরপুর কবি কাজী নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক জেলা পর্যায়ে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছ্ ে অতিরিক্ত জেলঅ প্রশাসক (শিক্ষা ও আই সিটি) নিউজা উল জান্নাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন।  

মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনের সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাষ্টার ট্রেইনার আব্দুল লতিফ, খুলনা টিটি কলেজ সহযোগী অধ্যাপক ইমদাদুল হক , কবি নজরুল শিক্ষা মঞ্জিলের  প্রধান শিক্ষক সানজিদা  ইসলাম, সহকারী সহকারী শিক্ষক মারুফ হাসান প্রমুখ।  

জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক জেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৬ দিনব্যাপী ইংরেজি, ইতিহাস, সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ মেহেরপুর জেলার ১১৪ জন শিক্ষক অংশগ্রহন করেছেন। 




Post a Comment

Previous Post Next Post