আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে
অনুষ্ঠিত হবে আওয়ামী যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন। এর উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিন বছর
পর সম্মেলন হওয়ার কথা থাকলেও দুই দশকে মাত্র দুই বার কাউন্সিল হয়েছে। তবে
নেতৃত্বের পরিবর্তন ঘটেনি। অর্থাত্ ২০০২ সালে যুব মহিলা লীগের জন্মলগ্ন থেকেই
নেতৃত্বে রয়েছেন নাজমা আখতার ও অপু উকিল। সংগঠনের নেতাকর্মীরা বলেন,
এতদিনেও নেতৃত্বে পরিবর্তন না আসায় সংগঠনের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। আধিপত্যের
কারণে সংগঠনের শৃঙ্খলাও ব্যাহত হচ্ছে। তাই এবার নেতৃত্বে পরিবর্তন আসছে। যদিও এটি
নির্ভর করছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর। গঠনতন্ত্র অনুযায়ী
সম্মেলনে কাউন্সিলররা নতুন নেতৃত্ব নির্বাচন করার কথা। কিন্তু অন্যান্য সহযোগী
সংগঠনের মতো যুব মহিলা লীগের কাউন্সিলরাও এবার নেতৃত্ব নির্বাচন করার ক্ষমতা
শেখ হাসিনার ওপর অর্পণ করবেন বলে জানা গেছে।
২০০২ সালের ৬ জুলাই
প্রতিষ্ঠিত হয় আওয়ামী যুব মহিলা লীগ। নাজমা আক্তারকে আহ্বায়ক করে যুব মহিলা লীগের
১০১ সদস্যের কমিটি দেওয়া হয়েছিল। সেখানে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন অপু উকিল।
২০০৪ সালের ১৫ মার্চ প্রথম সম্মেলনে সভাপতি হন নাজমা আক্তার। আর সাধারণ সম্পাদক হন
অপু উকিল। ১৩ বছর পর দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ১১ মার্চ। ঐ সম্মেলনে
নাজমা আক্তারকে সভাপতি ও অধ্যাপিকা অপু উকিলকে সাধারণ সম্পাদক পদে পুনরায় বহাল
রাখা হয়।