হোটেল আটলানটিকায় যে ঘটনা ঘটেছে এবং কয়েক জন এড:নিয়ে জবান বন্দির প্রতিবাদে মেহেরপুর বারে সাংবাদিক সম্মেলন

হোটেল আটলানটিকায় যে ঘটনা ঘটেছে এবং কয়েক জন এড:নিয়ে জবান বন্দির প্রতিবাদে মেহেরপুর বারে সাংবাদিক সম্মেলন।লিথিত বক্তব্য দিচ্ছেন মেহেরপুর জজ কোটের সিনিয়র এ্যাড: ও সাবেক উপজেলা চেয়ারমেন , বার সমিতির সভাপতি  জনাব েএ্যড: মারুফ আহম্মদ বিজন ।এসময় মেহেরপুর জেলার সকল প্রিন্ট ও ইলোকট্রোনিক মিডিয়ার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যের কপি পেষ করা হলো ।



 

Post a Comment

Previous Post Next Post