মেহেরপুরে গরু বোঝাই ট্রলি উল্টে নিহত ১ আহত ৩।


মেহেরপুর জেলা প্রতিনিধিঃ  মেহেরপুরো গাংনীতে গরু বোঝাই ট্রলি উল্টে মোতাহার হোসেন (৫৮) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। 

আজ সোমবার বিকেলে গাংনী উপজেলার কামারখালী সিন্দুরকৌটা বাজারে ট্রলি উল্টে হতাহতের ঘটনা ঘটে। নিহত মোতাহার হোসেন ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড বাজার পাড়ার শাহাদত আলীর ছেলে। তিনিও একজন গরু ব্যবসায়ী। 

আহতরা হলেন হরিনাকুন্ডু এলাকার  আব্দুর রহিমের ছেলে সোহরাব হোসেন(৫০), মেহেরপুরের গাংনী উপজেলার নিত্যানন্দপুরের মোফাজ্জেল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (৪৮), এবং আফছার আলীর ছেলে আতিয়ার রহমান (৫২ )। 

স্থানীয়রা জানান, ব্যবসায়ীরা বামন্দী গরুর হ্াট থেকে গরু কিনে কামারখালী ও সিন্দুরকৌটা গ্রামের ভিতর দিয়ে হরিণাকুন্ডু যাচ্ছিলেন। এসময় একটি আলমসাধুকে সাইড দিতে গিয়ে গরু বোঝাই ট্রলি উল্টে যায়।ঘটনাস্থলেই একজন মারা যান।

ফায়ার সার্ভিসের টিম লিডার ইছাহক আলী জানান,খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা তাদের উদ্ধার করে  গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় মোতাহার হোসেনের মরদেহ উদ্ধার করে।

সড়ক দূর্ঘটনার  সত্যতা নিশ্শ্চিত করেছেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।    


 



Post a Comment

Previous Post Next Post