মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস’২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস’২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) লিউজা উল জান্নাহ, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দীন আহমেদ, কবি নজরুল শিক্ষা মঞ্জিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক ও কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক । আলোচনা শেষে শেখ রাসেল ডিজিটাল ল্যাব হিসেবে জেলার শ্রেষ্ঠ উপরোক্ত ৩ টি বিদ্যালয়কে পুরস্কৃত করা হয়।
Tags:
‘মেহেরপুর