মেহেরপুর জেলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

 


মেহেরপুর জেলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

 আমিরুল ইসলাম অল্ডাম  ঃ মেহেরপুর জেলা প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে  শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ  শুক্রবার সকাল  ১০ টার সময় মেহেরপুর জেলা প্রেসক্লাবের কার্যালয়ে মেহেরপুর শহরের ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের অংশগ্রহনে বিজয়ের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে জাগ্রত করতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর জেলা প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ক্লাবের সফলতা কামনা করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মেয়র মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক বিশিষ্ট লেখক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু,  বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম জাহাঙ্গীর সেন্টু, চিত্র কর্মের বিচারক চারু শিল্পী মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু প্রমুখ। 

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাহবুব চান্দুর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ‘মেহেরপুর প্রতিদিন’ পত্রিকার সম্পাদক ইয়াদুল মোমিন, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামসহ জেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও ক্ষুদে চিত্র শিল্পীদের অভিভাবক মন্ডলী। 

শেষে  বিজয়ী প্রতিযোগীদের মাঝে সনদপত্র ও পুরস্কার তুলে দেয়া হয়।  বিচারক মন্ডলীদের বিচারে ১ম স্থান অধিকার করে জিনিয়াস  ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাফিসা তাবাচ্ছুম মালিহা, ২য় স্থান অধিকার করেছে হাজী গোলাম কাউছার গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মুনতাসির সাইফ, ৩য় হয়েছে জিনিয়াস  ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফাবিহা রহমান মাহি। পাশাপাশি অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

    

 


   







Post a Comment

Previous Post Next Post