মেহেরপুরে নাশকতার মামলায় জামায়াতের আমীর রবিউল ডাক্তার গ্রেপ্তার

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফÍারকৃত রবিউল ইসলাম গাংনী উপজেলা শহরের বিশ্বাস পাড়ার মৃত আব্দুর রউফের ছেলে।  

 বৃহস্পতিবার সকাল ১১ টার সময় গাংনী থানা পুলিশের একটিদল রবিউল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেফÍার করে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে আনীত মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে পুলিশের পক্ষ থেকে  জানানো হয়েছ্ েগ্রেপ্তারকৃত রবিউল ইসলামকে বৃহস্পতিবার দুপুরে  মেহেরপুর অদালতে প্রেরণ করা হয়েছে। 

 গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে গাংনীর ভাটপড়া গ্রামের মসজিদে তার দলীয় লোকজনকে সংগঠিত করে নাশকতার পরিকল্পনা করছিলেন।  এসময় পুলিশ অন্যান্য অনেককে আটক করতে সক্ষম হলেও রবিউল ইসলাম পালিয়ে যায়। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা রুজু করা হয়। যার মামলা নং-১১। এই মামলায় গ্রেপ্তারি পরোয়ান হিসেবে রবিউল ইসলামকে আটক করা হয়।  


 



Post a Comment

Previous Post Next Post