মেহেরপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সোনা আটক

 

                                                          ছবি:আমিরুল ইসলাম অল্ডাম

                               মেহেরপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সোনা আটক  


স্টাফরিপোটার : মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তবর্তী রংমহল এলাকায় অভিযান চালিয়ে  ৮ কেজি গাঁজাসহ সাইদার আলী ওরফে সোনা (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে বিজিবি সদস্যরা। 

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে রংমহল বিওপির সীমান্তের ধলার মাঠ থেকে মাদকসহ তাকে আটক করা হয়।  বিজিবি ৪৭ ব্য্টালিয়নের অধিনায়ক আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

 বিজিবি সূত্রে জানা গেছে, রংমহল বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৩৬/১  এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলার মাঠে বিজিবি হাবিলদার ফজলার রহমান এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক মেহেরপুর উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত সামসুদ্দীনের ছেলে সাইদার রহমান ওরফে সোনাকে আটক করা হয়।  

এসময় সোনার নিকট থেকে ভারতীয় ৮ কেজি গাঁজা, ১ টি হাসুয়া, ১ টি মোবাইল ফোন ও ১টি গ্রামীন ফোনের সীম সহ আট করে বিজিবি সদস্যরা।  যার আনুমমানিক মূল্য ৩০ হাজার টাকা ।

আটককৃত সাইদার আলী সোনার বিরদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ও অন্যান্য মালামাল গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।  





Post a Comment

Previous Post Next Post