মেহেরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

 

                                                             ছবিঃআমিরুল ইসলাম অল্ডাম 

মেহেরপুরে  ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন 

স্টাফরিপোটার  ঃমেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে  ২ দিনব্যাপী  ডিজিটাল উদ্ভোবনী মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৯ নভেম্বর)দুপুরের দিকে জন প্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন  দোদুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করেন। 

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান  এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. রাফিউল আলম, মেহেরপুর জেলঅ পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালাম। 

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন  এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক । এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উদ্ভাবনী মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম,  মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভুঁইয়া, জেলঅ আওয়ামীলীগের সাধারন সম্পদক এম এ খালেক, সহ সভাপতি আব্দুল হালিম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।ডিজিটাল মেলায় মেহেরপুরের বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল স্থান পেয়েছে। 





Post a Comment

Previous Post Next Post