মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ীর জরিমানা

মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ীর জরিমানা মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমান অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (মেহেরপুর জেলা) সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে শহরের কোর্ট সড়কে মেসার্স নিউ পল্লীশ্রী জুয়েলার্সে অভিযান চালানো হয়। এ সময় ২২ ক্যারেট বলে বিক্রয় করা স্বর্ণের দুল পরীক্ষা করে ২০.৪৫ ক্যারেট পাওয়া যায়। ক্যারেটে প্রতারণার দায়ে উক্ত প্রতিষ্ঠানকে ৪৫ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে শহরের বড় বাজার এলাকায় গিয়াস মিষ্টান্ন ভান্ডারের কারখানায় নোংরা পরিবেশের কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন গাংনী র‌্যাব-৬ ক্যাম্পএর কমান্ডার আবুল কালাম আজাদ, জেলঅ স্যানিটারী ইন্সপেক্টর মোঃ তাজিরুল হক। আমিরুল ইসলাম অল্ডাম

Post a Comment

Previous Post Next Post