মানবজমিন-এর মেহেরপুর জেলা প্রতিনিধি সাহাজুল সাজুর বাবার ইন্তেকাল

 


                 মানবজমিন-এর মেহেরপুর জেলা প্রতিনিধি সাহাজুল সাজুর বাবার ইন্তেকাল 

মেহেরপুর  জেলা প্রতিনিধি ঃ দৈনিক মানব জমিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি ও মেহেরপুর নিউজের গাংনী প্রতিনিধি সাহাজুল ইসলাম সাজুর বাবা দবির উদ্দীন  (৮৫) ইন্তেকাল করেছেন(ইন্না ...... রাজেউন) । 

মঙ্গলবার ভোর সাগে ৫ টার দিকে তিনি নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন।  ৬ সস্তানের  জনক দবিরউদ্দীন মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের মৃত ইয়াকুব মন্ডলের ছেলে। আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় হাড়িয়াদহ কেন্দ্রীয়  ঈদগাহ ময়দানে জানাযা শেষে হাড়িয়াদহ কবরস্থানেদদাফন সম্পন্ন করা হয়েছে। সাহাজুলের বাবার মৃত্যুতে রাজনৈতি নেতৃবৃন্দ ও সাংবাদিক মহল শোক ও সমবেদনা জানিয়েছেন।


 



Post a Comment

Previous Post Next Post