মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ পণ্যে রাখায় ২ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

আমিরুল ইসলাম অল্ডাম : মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি চারচারা বাজারের দুটি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুরের সহকারী পরিচালক (এডি) সজল আহম্দে এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলঅ কার্যলয়ের উদ্যোগে চিনিসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তারই অংশ হিসেবে আজ সাহারবাটি চারচারা বাজারে অভিযান চালানো হলে মেসার্স বিশ্বাস ট্রেডার্সে প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। পণ্যে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উর্ত্তীণ পন্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় একই বাজারের মেসার্স ফেরদৌস স্টোরে চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না থাকার অপরাধে দোষী সাব্য¯ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় এ প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা রা হয়। পরে অভিযানে জব্দ কৃত মালামাল জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

Post a Comment

Previous Post Next Post