মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনীতে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারী উন্নয়ন সহায়তায় ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলা পরিষদ চত্বরে নির্বাচিত কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতির চাবি হস্তান্তর করা হয়।
গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুনের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি সাহিদুজ্জামান খোকনের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান মাস্টারসহ উপ সহাকারী কৃষি কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মচারী এবং উপকারভোগী কৃষকবৃন্দ। ।