মেহেরপুরে ট্রাকের সাথে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই কিশোর আহত ।
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃমেহেরপুরের গাংনীতে ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২ জন মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন। আহতরা হলেন, গাংনী উপজেলার গোপালনগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে রায়হান আলী (১৫) ও গাংনী উপজেলা শহরের র্যাব ক্যাম্প পাড়ার মৃত খোরশেদ আলীর ছেলে রুবাইয়েত আদনান ওরফে মাহিন (১৪) ।
বৃহস্পতিবার দুপুরের দিকে গাংনী- কাথুলী সড়কের চৌগাছা ইয়াতিমখানার পার্শ্বে এ দুঘর্টনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লে্েক্স ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আহত রুবাইয়াত আদনান মাহিন জানান, তারা ৪ বন্ধু দুটি মোটর সাইকেল যোগে গাংনীর ভাটপাড়া ইকোপার্কে যাচ্ছিলেন। গাংনী -কাথুলী সড়কের কড়–ইতলা নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (যার নং-বগুড়া-ট-১১-২১৬২)তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রাস্তার উপর ছিটকে পড়েন রায়হান ও মাহিন। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে চুর্ণ বিচুর্ণ হয়ে যায়