মেহেরপুরের গাংনীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত গাংনীতে গোপনে ধানখোলা সড়কের সরকারী রাস্তার পার্শ্বের গাছ কর্তনের অভিযোগ।

 




                                                    ছবি:  আমিরুল ইসলাম অল্ডাম

স্টাফরিপোটার  ঃ মেহেরপুরের  গাংনীতে গোপনে  গাংনী টু ধানখোলা সড়ক(সরকারী) রাস্তার পার্শ্বের  ১৪ টি গাছ কর্তনের অভিযোগ উঠেছে।সরকারী অফিস বন্ধ থাকার সুযোগ নিয়ে  সাবেক কর্নেল ধানখোলা গ্রামের মখলেছুর রহমান মখছেদ কাউকে না জানিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে রাস্তার পার্শ্বের  ছোট বড়  ১৪ টি মেহগিনি গাছ (যার আনুমানিক মূল্য ১ লাখ টাকার বেশী ) কর্তন করা হয়েছে। গত শনিবার ও রবিবার অবৈধভাবে গাছ কাটার ঘটনা ঘটেছে গাংনী উপজেলার ধানখোলা ইউপির  ধানখোলা হাইস্কুল ফুটবল মাঠের বিপরীত পার্শ্বে  এবং প্রধান সড়কের বিদ্যুৎ চালিত মর্টারের পার্শ্বে রাস্তা সংলগ্ন গাছ।   

 রবিবার বিকেলে বাবার লাগানো গাছ দাবি করে  রাস্তার পার্শ্বের ( ১৪ টি) গাছগুলো বিক্রি করেছে।  গাছ ব্যবসায়ীরা গাছগুলি তড়িঘড়ি করে কেটে সরিয়ে ফেলেছে।  

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ধানখোলা  গ্রামের মিয়া বাড়ির সাবেক কর্নেল মখছুদ কাউকে না জানিয়ে গাছগুলি কেটে ফেলেছে। 

অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গেলে লেবাররা  কর্নেল মখছুদ আলীর নির্দেশে গাছ কর্তন করেছে বলে স্বীকারোক্তি দেয়।  গাছ কর্তনের বিষয়ে লেবাররা জানান, সাংবাদিক ভাইয়েরা আমাদের ছবি তুলবেন না। অযথা আমাদের মামলায় ফেলে হয়রানি করবেন না। 

অভিযুক্ত অন্যজন শাহীন মিয়া জানায়, আমার বাবা নিজস্ব জমিতে গাছ লাগিয়েছিল তাই আমরা গাছ কেটে নিয়েছি।ঐ গাছগুলো রাস্তার গাছ নয়।অপরদিকে কর্নেল মখছুদ মিয়ার মোবাইল ফোনে একাধিকবার  কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।   

এনিয়ে স্থাানীয়রা জানান, আমরা  মনে করি  , সরকারী রাস্তার গাছ এতদিন কেউ কাটার স্াহস পায়নি।হঠাৎ  ক্ষমতার  দাপটে অবৈধভাবে  গাছগুলি কর্তন করা হয়েছে। কেউ দেখার নেই।

এব্যাপারে গাংনী  উপজেলা  নির্বাহী অফিসার মৌসুমী খানম জানান, আমি স্থানীয়দের নিকট থেকে মৌখিক অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে সার্ভেয়ার পাঠানো হয়েছিল। গাছ কাটা বন্ধ করার নির্দেশনা দেয়া হয়েছে।  




Post a Comment

Previous Post Next Post