ডেঙ্গু জ্বরে আরও ৩ জনের মৃত্যু,



 স্টাফরিপোটার ঃ দেশে ডেঙ্গু  জ্বরে আক্রান্ত মৃত্যু বেড়েই চলেছে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু  জ্বরে তিনজন মারা গেছেন তাদের নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জনে

এই সময়ে রেকর্ড শতাধিক ডেঙ্গু  আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আর দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে হাজার ৪১৬ জনে

শনিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গি বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে

প্রতিবেদনে বলা হয়,ডেঙ্গু  আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৯৯ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৩ জন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৮৩৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৫৭৮ জন

এতে আরও বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ২৩৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ৭৫২ জন


Post a Comment

Previous Post Next Post