মুজিব নগর প্রতিনিধি ঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রাম থেকে জামায়াত ইসলামের ১০জন নারী কর্মীকে আটক করেছে পুলিশ সদস্যরা।
আটককৃতরা হলেন-নাজিরাকোনা গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী ডলি খাতুন (৩০),একই গ্রামের শহিদ আলীর স্ত্রী সাহিদা খাতুন (৬০),আঙ্গুর আলীর স্ত্রী সানোয়ারা খাতুন (৩৫),মিনারুল ইসলামের স্ত্রী রোকসানা খাতুন (৩১),হযরত আলীর স্ত্রী শেফালী খাতুন (৩৫),মনিরুল ইসলামের স্ত্রী বেদানা খাতুন (৩৫),রবিউল ইসলামের স্ত্রী তানিয়া খাতুন (২৫),রফিকুল ইসলামের স্ত্রী রমিয়া খাতুন (৩০) ও আরিফুল ইসলামের স্ত্রী সুরাইয়া খাতুন (৩০)।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাজিরাকোনা গ্রাম থেকে এদের আটক করে মুজিবনগর থানা পুলিশ।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান,নাশকতার লক্ষ্যে নাজিরাকোনা গ্রামের জামায়াত কর্মী ডলি খাতুনের বাড়িতে গোপন বৈঠক করছিল। গোপন খবর পেয়ে পুলিশের কয়েকটিদল সেখানে অভিযান চালিয়ে জামায়াতের ১০জন নারী সদস্যকে আটক করা হয়। এসময় বিভিন্ন প্রকার জিহাদী বই উদ্ধার করা হয়। আটককৃতদের নামে মামলার প্রস্তুতি চলছে।