মেহেরপুর জেলা প্রতিনিধি ঃমেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় আব্দুল ম্ান্নান (৫৫) নামের একজন শারীরিক প্রতিবন্ধী পা হারিয়েছে। আজ শনিবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা ২য় গেটের সামনের রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়ার দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের চাকার নিচে পড়েপা হারায় ভিক্ষুক বিকলাঙ্গ আব্দুল মান্নান। আহত মান্নান চৌগাছা পশ্চিম পাড়ার মৃত আদালত হোসেনের ছেলে। স্থানীয়রা আহত মান্নানকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসাশেষে তার অবস্থা খারাপ হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা ঘাতক ট্রাক্টরটিকে চিহ্নিত করলেও কৌশলে চালক ট্রাক্টর নিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।