মেহেরপুরে ওএমএস কর্মসূচির স্বল্পমূল্যে চাউল বিক্রয়ের শুভ উদ্বোধন






 আমিরুল ইসলাম অল্ডাম  ঃ মেহেরপুরে  খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস কর্মসূচিতে স্বল্পমূল্যে চাল বিক্রয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 আজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান  কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ দিকে গাংনী উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের  বাস্তবায়নে  পৌরসভার  শিশিরপাড়াস্থ খাদ্য গুদামের সামনে ওএমএস ডিলার আব্দুল খালেকের  খাদ্য বিক্রযয় কেন্দ্রে  ওএম এস কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। নি¤œ আয়ের ও হতদরিদ্র মানষের মাঝে ৫ কেজি করে চাউল বিক্রয় করা হবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে গাংনী  উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এম এ খালেক। এসময়  উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার কর্মসূচির উদ্বোধন ঘোষনা করেন।  এসময গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম, স্থানীয় এমপি সাহিদুজ্জামান খোকনের বিশেষ প্রতিনিধি গাংনী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, মেহেরপুর জেলা জেপির  সভাপতি আব্দুল হালিম প্রমুখ ।  

 গাংনী খাদ্য অফিসের উপ খাদ্য পরিদর্শক ফাহিম ফয়সালের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী  উপজেলা খাদ্য পরিদর্শক ইকবাল হোসেন, ওসিএলএসডি হাসান সাব্বির, গাংনী বিআরডিবির চেয়ারম্যান  আলী আজগর, গাংনী পৌর যুবলীগ নেতা আসাদুজ্জামান বাবু, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ্। 

খাদ্য অফিস সূত্রে জানা গেছে, আজ পহেলা সেপ্টেম্বর থেকে দেশের  বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে পৌর এলাকায়  ওএমএস ডিলারদের মাধ্যমে   ৩০ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে চাল বিক্রয় করা হবে।  সপ্তাহে শুক্রবার ও শনিবার ২ দিন বন্ধ থাকবে।  মেহেরপুর পৌরসভায় ৯ জন ডিলার গাংনী পৌর এলাকায় ওএমএস এর ৩ জন ডিলার রয়েছে। মেহেরপুরে ১০ মে. টন এবং গাংনীতে  প্রতি ডিলার ২ মে. টন করে ৬ মেট্রিক টন চাউল উত্তোলন করে বিক্রয় করতে পারবেন। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চাউল বিক্রয় করা হবে। 


     

আমিরুল ইসলাম অল্ডাম


Post a Comment

Previous Post Next Post