ছবি: আমিরুল ইসলাম অল্ডাম
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় সুজন আলী (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। এক সন্তানের জনক নিহত সুজন গাংনী (চৌগাছা পৌর মাধ্যমিক বিদ্যালয় পাড়ার রতন আলীর ছেলে। সুজন পেশায় একজন ইটভাঙ্গা শ্রমিক ও রাজমিস্ত্রী।
ছবি: আমিরুল ইসলাম অল্ডাম
আজ বুধবার সকাল ১০ টার দিকে গাংনী কাথুলী সড়কের চৌগাছা দারুল ইয়াতিম খানার নিকট এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সুজন খন্দকার তার বড় ভাইয়ের পালসার মোটর সাইকেল নিয়ে ইট (খোয়া) ভাঙ্গার কাজের জন্য সাহারবাটি গ্রামে যাচ্ছিল। সুজন চৌগাছা দারুল ইঢাতিম খানার কাছে পৌছালে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বাবলা গাছের সাথে ধাক্কা খায়।এসময় সে গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। দুর্ঘটনায় তার ব্যবহৃত মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে ভেঙ্গে যায়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।